খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী— দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।