দেশে মানবপাচার প্রতিরোধে বিভিন্ন এনজিওর সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সভায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া মানবপাচার রোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার (১২ অক্টোবর) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে সিআইডি প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনসচেতনতা সৃষ্টি, নিরাপদ মাইগ্রেশন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি, বিদেশফেরত ভিকটিমদের পুনর্বাসন ও আইনি সহায়তা প্রদান এবং স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সিআইডি প্রধান মোহাম্মাদ আলী মিয়া মানবপাচার রোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন অর্গানাইজড ক্রাইমের ডিআইজি মো. হাবিবুর রহমান, সিআইডির চট্রগ্রাম ও সিলেট বিভাগের ডিআইজি মো. আনিসুর রহমান, অর্গানাইজড ক্রাইমের অতিরিক্ত ডিআইজি মো. ইকরামুল হাবীব, সেন্ট্রাল ক্রাইমের অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, সিরিয়াস ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও সিআইডির টিএইচবি এ কে এম আক্তারুজ্জামান।
এছাড়া ব্র্যাকের তথ্য কর্মকর্তা মো. রায়হান কবীর, উইনরকের টিম লিডার দীপ্ত রাকশিত, প্রসিকিউশন ম্যানেজার মো. মরশিদুল ইসলাম, চিফ অব পার্টির লেইসবেথ জনিভেল্ড, জাস্টিস অ্যান্ড কেয়ার কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম ও ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার মাহদী হাসান।