দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই কিছুটা কমেছে। শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে,গত ২৪ ঘন্টাতে শিশুসহ ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩ হাজার ৬২৯ জন। শনাক্তের হার ১৪.০০ শতাংশ।
এর মধ্য দিয়ে নয় দিন পর দেশে মৃত্যুর সংখ্যা নব্বইয়ের নিচে নামল। আর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চার হাজারের নিচে নামল চার দিন পর। এর আগে বৃহস্পতিবার করোনাক্রান্ত হয়ে মারা যান ৯৮ জন। শনাক্ত ৪ হাজার ১৪। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে মোট ১০ হাজার ৮৬৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজার ৭০৩।
২৪ ঘণ্টায় মৃত্যু : ৮৮
মোট মৃত্যু: ১০ হাজার ৮৬৯
শনাক্ত : ৩ হাজার ৬২৯
মোট শনাক্ত : ৭ লাখ ৩৯ হাজার ৭০৩
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৫ হাজার ৮৯৬ জন
শনাক্তের হার ১৪.০০ শতাংশ
শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৫৩ জন এবং ৩৪ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। ১ জনের মৃত্যু হয়েছে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে। মৃতদের মধ্যে ৫৩ জন রাজধানীবাসী, চট্টগ্রামের ১৮ জন। ৩ জন করে রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরের। এছাড়া ৫ জন ময়মনসিংহের বাসিন্দা।
ঢাকা: ৫৩, চট্টগ্রাম: ১৮, ময়মনসিংহ: ৫, রাজশাহী: ৩. খুলনা: ৩, সিলেট: ৩, রংপুর: ৩
মৃতদের মধ্যে ৬০ জনের বয়স ৫২ এর বেশি। ৫১-৬০ বছর বয়সী ১৫ জন, ৪১-৫০ এবং ৩১-৪০ এর মধ্যে ৬ জনের বয়স। মৃতদের মধ্যে একজন শিশু, তার বয়স ১০ এর নিচে। এছাড়া গেলো ২৪ ঘণ্টাতে পুরুষের মৃত্যুর হার নারীর তুলনায় বেশি।
পুরুষ: ৬২
নারী: ২৬
করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যাও বাড়ছে। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। করোনাক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।