রোববার (২৯ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন।
এদিকে, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে মোট ২৪২ কোটি ৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৬৪ লাখ ডলার দেশে রেমিট্যান্স হিসেবে পৌঁছেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীরা মোট ২৪২ কোটি ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত নভেম্বরে এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ২৪ লাখ ডলার এবং অক্টোবর মাসে এসেছিল ২১৬ কোটি ৪৪ লাখ ডলার। অর্থাৎ, অক্টোবর ও নভেম্বরের তুলনায় ডিসেম্বরের প্রথম ৪ সপ্তাহে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।