বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগিরকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, দেশের মানুষ এখন সংকটের মধ্যে আছে। গণতন্ত্র মানে সমন্বয়ের শাসন। সেই শাসন হারিয়ে গেছে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে আগে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে।
শনিবার (৪ মে) দুপুরে রংপুরে আরডিআরএস মিলনায়তনে বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে নির্বাসনে যাওয়া গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদদের। না হলে জনগণকে এর মূল্য দিতে হবে। জনগণকেই প্রতিবাদী হয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, পরিবর্তন আসবেই এটি প্রকৃতির নিয়ম। পৃথিবীর বহু দেশে এমন নজির রয়েছে। ক্ষমতার উৎস জনগণ, সেই জনগণকে পাস কাটিয়ে গণতন্ত্রের ছবক দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আমরা সঠিক পথে নেই। এ সময় জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোয় দেশের একটি বড় দল অংশ না নেওয়ায় নির্বাচন অর্থবহ হয়নি বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক।
বিভাগীয় মতবিনিময় ও পরিকল্পনা সভায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত সুজন সংগঠকরা অংশ নেন। এতে সুজন রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু, সহযোগী সমন্বয়কারী হাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা সভাপতি খন্দকার খায়রুল আনাম, দিনাজপুর জেলা সভাপতি বেলাল উদ্দিন শিকদার, পঞ্চগড় জেলা সভাপতি ফজলে নূর বাচ্চু, লালমনিরহাট জেলা সিনিয়র সহসভাপতি অধ্যাপক হায়াত আহমেদ মুকুল, গাইবান্ধা জেলা সম্পাদক প্রবীর চক্রবর্ত্তী, নীলফামারী জেলা সম্পাদক আনোয়ারুল আলম প্রমুখ।