আবার হঠাৎ এসেছে নতুন করোনার ধরন ‘ওমিক্রন’। অন্য সব ভ্যারিয়েন্টের চেয়ে শক্তিশালী বলে দাবি করছেন গবেষকরা। ওমিক্রনের প্রভাবে ইতোমধ্যে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশ ফ্লাইট শিডিউল, কোয়ারেন্টাইন নিয়ম নীতির পরিবর্তন আনছে।
ওমিক্রনের প্রভাবে কিছুটা ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও। দেশে এখন দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। পাকিস্তান টেস্ট খেলছে বাংলাদেশের সঙ্গে আর ছয় জাতির বঙ্গবন্ধু ইউনেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন চলছে। দুটো প্রতিযোগিতাই শেষের দিকে।
১১ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ জাতির সাফ অ-১৯ ফুটবল টুর্নামেন্ট আর ১৪ ডিসেম্বর থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। এই দুই টুর্নামেন্ট চলবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিনিয়ত বিভিন্ন দেশ ফ্লাইট শিডিউল ও কোয়ারেন্টাইন নিয়ম পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায় এই দুই টুর্নামেন্ট কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে।
বিশেষ করে হকি টুর্নামেন্টের ঝুঁকির পরিমাণ একটু বেশি। ওমিক্রণ শনাক্ত হওয়া কয়েকটি দেশের মধ্যে রয়েছে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। এই চারটি দেশই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশে আসবে কয়েক দিনের মধ্যে। ওমিক্রন ও আসন্ন টুর্নামেন্টে সফরকারী দলগুলোর ব্যাপারে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘ওসব দেশে শনাক্ত হলেও খুবই অল্প কয়েকজন হয়েছেন। সেই দেশগুলোর সঙ্গে আমাদের এখনো ফ্লাইট যোগাযোগ রয়েছে। আমাদের সরকার শুধু মাত্র দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশের সাতটি দেশের ব্যাপারে কোয়ারেন্টাইন বেশি কড়াকড়ি করেছে। ফলে আমরা আমাদের প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।’
ওমিক্রনের বিষয়টি টুর্নামেন্টের আয়োজক এশিয়ান হকি ফেডারেশনের দৃষ্টিতে রয়েছেন বলে জানালেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ‘এশিয়ান হকি ফেডারেশনও বিষয়টি বিবেচনা করছে। ৮ ডিসেম্বর এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা আবার বাংলাদেশে আসবেন। ওমিক্রন ও করোনা পরিস্থিতিতে নিরাপত্তা সুরক্ষা বলয় নিয়ে তখন আরো বিস্তারিত আলোচনা হবে।’
সাফ অ-১৯ এ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে শুধুমাত্র ভারতেই ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে তেমন চিন্তিত নন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারশেনের সাধারণ সম্পাদক কুশল দাস, ‘মাত্র কয়েকজন একটি প্রদেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। ভারতের পরিস্থিতি এখনো স্বাভাবিকই রয়েছে। আমরা দল পাঠানোর সকল প্রস্তুতি নিয়েছি। যথাসময়ে আমাদের দল বাংলাদেশে খেলার জন্য পৌঁছাবে।’
৮ ডিসেম্বরের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপের আর হকির দলগুলো ১০ ডিসেম্বরের মধ্যে আসবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে ফ্লাইট বন্ধ বা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলে টুর্নামেন্টের ভবিষ্যত কি দাঁড়ায় সেই শঙ্কাও থেকে যাচ্ছে। এই মাসের শেষ সপ্তাহে রয়েছে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা। ফুটবল ও হকির টুর্নামেন্ট পর্যবেক্ষণ করছে ভলিবল ফেডারেশন।