বাংলাদেশের স্থানীয় কোচদের আক্ষেপটা দীর্ঘদিনের। জাতীয় দল তো বটেই, বয়সভিত্তিক দলেও কোচিং প্যানেল হয় বিদেশি কোচদের দিয়ে। অথচ দেশের বেশ কয়েকজন প্রথিতযশা কোচ সারাবছরই থাকেন অনেকটা বেকার। ঘরোয়া আসরগুলোতে বিভিন্ন ক্লাব কিংবা দলের দায়িত্বে দেখা যায় তাদের।
তারকা ক্রিকেটার সাকিব-মুশফিকসহ অনেকেই ফর্মহীনতা কিংবা কোনধরণের সমস্যায় পড়লে দ্বারস্থ হন মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিমদের। কিন্তু দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক বিসিবি তাদেরকে সেভাবে মুল্যায়ন করেননা বলে অভিযোগ আছে। এবার সে অভিযোগ আমলে নিচ্ছে বিসিবি। বাংলাদেশ টাইগারস নামে জাতীয় দলের আদলে একটি ছায়া দল গঠন করতে যাচ্ছে বোর্ড। আর সে দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন দেশীয় কোচরা। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও বাংলাদেশ টাইগারস দল গঠনের দায়িত্বে থাকা কাজী ইনাম আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশ টাইগারস দলটার উদ্দেশ্য শুধুমাত্র ক্রিকেটাররা নয়, লোকাল কোচদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। আমরা প্রায়ই দেখি, ন্যাশনাল টিমের রিটায়ার্ড প্লেয়াররা ঘরোয়া আয়োজনগুলোতে কোচিং করাচ্ছেন। আমরা যদি তাদেরকে এখানে সুযোগ করে দিতে পারি তাহলে তারা ভালো করতে পারবে। তাদেরকে আমরা ইনভলভ করতে চাই।