যুক্তরাষ্ট্রে আকাশে থাকা সব বিমানকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়েছে। দেশটির বিমান চলাচলের নিয়ন্ত্রেণে থাকা এয়ার ট্রাফিক সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।
সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা এনবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রথম প্রযুক্তিগত গোলমাল ধরা পড়ে। দীর্ঘ চেষ্টার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার সমস্ত বিমানকে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত প্রায় ৭৬০টি বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। হাওয়াই থেকে ওয়াশিংটন, পেনসিলভানিয়া থেকে টেক্সাস – যুক্তরাষ্ট্রের সমস্ত বিমান বন্দর থেকে দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন যাত্রীরা।
টেকনিক্যাল গ্লিচ বা প্রযুক্তিগত বিভ্রাটের জেরে যুক্তরাষ্ট্রের সব বিমানকে বসিয়ে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সেই দেশের একটি প্রধান কম্পিউটার ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বুধবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) ‘নোটিশ টু এয়ার মিশনস’ বা ‘নোটাম’ নামে বিমান পরিবহণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। পাইলট ও বিমানের ক্রু সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার কাজ করে ‘নোটাম’। এই ব্যবস্থাটি খারাপ হয়ে যাওয়ায় পাইলটরা তাদের ফ্লাইট প্ল্যানই দেখতে পারছেন না।