টলিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম দেব-শ্রাবন্তী। তাদের অভিনীত বেশকিছু জনপ্রিয় ছবি আছে। তবে অনেকদিন হলো দেব-শ্রাবন্তীকে একসঙ্গে দেখা যায় না। এবার বেরিয়ে এলো এর কারণ। তাকে শ্রাবন্তী ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি।
ইন্ডাস্ট্রিতে দেব এমনিতেই মাটির মানুষ বলেই পরিচিত। স্টারডম পাওয়ার পরও তিনি নিজেকে তাঁর ভক্তদের কাছ থেকে কখনই দূরে সরিয়ে রাখেননি। আর এটাই বিশেষ গুণ হিসেবে পরিচিত।
শনিবার পয়লা বৈশাখের দিন সন্ধ্যার সময় দেব তার ভক্তদের সঙ্গে টোটাল আড্ডার মুডে ছিলেন। আর দিলেন বহু প্রশ্নের উত্তর। তবে এই সবকিছুর মধ্যে দেবকে প্রশ্ন করা হলো তার এক সময়কার সহ-অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়েও।
দেবকে তার এক ভক্ত এই প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেন যে দেব এবং শ্রাবন্তীকে আবার কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে দেব খুব মজার ছলে জানান যে শ্রাবন্তীকে তিনি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু অভিনেত্রী জানান যে তার কাছে ডেট নেই। তবে দেব এটা জানাতে ভোলেন না যে শ্রাবন্তী তারও খুব প্রিয়।
দেব বর্তমানে ব্যস্ত আছেন তার ‘বাঘাযতীন’ ও ‘দুর্গ রহস্য’ সিনেমা দুটি নিয়ে। অন্যদিকে শ্রাবন্তী ব্যস্ত তার ‘দেবী চৌধুরানী’ নিয়ে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।