বুধবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। নাড়ির টানে প্রতিদিন ঠিক কত মানুষ গ্রামে যাচ্ছেন, তার সঠিক হিসাব নির্দিষ্ট করে জানা সম্ভব না হলেও এক দিনে কতটি মোবাইল সিম ঢাকা থেকে বের হয়ে গেছে, তা জানিয়েছে বিটিআরসি।
ঈদযাত্রার প্রথম দুইদিন ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী। ১৮ ও ১৯ এপ্রিল মোবাইল সিমের গ্রাহকদের ঢাকা-আসা যাওয়ার তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে পোস্ট করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ দু’দিনে ঢাকা থেকে ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী বাইরে গেছেন বলে তথ্য দিয়েছেন তিনি। আর ঢাকায় এসেছেন ১৩ লাখ ৩০৫ জন। প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক। দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।
ঈদযাত্রার তৃতীয় দিন আজ বৃহস্পতিবার সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীদের বেশিরভাগ আজ ঢাকা ছাড়বেন বলে মনে করছেন অনেকে।