যেসব মার্কিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়ে ফেলেছেন তারা চাইলে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। সোমবার এমন তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ কেন্দ্র সিডিসি। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পর থেকেই পুরোপুরি সুরক্ষিত তারা। এর পর মাস্ক পড়া ছাড়াই একজন ভ্যাকসিন নেয়া ব্যক্তি অপর ব্যক্তির সাথে চলাফেরা করতে পারবেন। এতে সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই বললেই চলে।
সিডিসি বলছে, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকার ক্ষেত্রে দুই ডোজ শেষে এবং জনসন অ্যান্ড জনসনের প্রথম ডোজ নেয়ার দুই সপ্তাহ পর থেকে মাস্ক না পরলেও চলবে। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ভ্যাকসিনের দুটি ডোজই সম্পন্ন করেছেন কমপক্ষে ৩ কোটি মানুষ। তবে মার্কিন স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা নির্মূলে এখনও সতর্ক অবস্থায় থাকতে হবে বাসিন্দাদের।
সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়ালেনস্কি বলেন, যারা টিকা নিয়েছেন তারা দূরত্ব না মেনে একজায়গায় সমবেত হতে পারবেন। এছাড়াও যারা টিকা নেননি তাদের সাথেও সাক্ষাৎ করতে পারবেন টিকা নেয়া ব্যক্তিরা। তবে অবশ্যই বড় জামায়েত এড়িয়ে চলতে হবে সবাইকে। কারণ এখনও দেশের ৯০ শতাংশ মার্কিনি টিকা পায়নি। তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।