ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বার্সেলোনা। তবে লেভান্তের মাঠ থেকে তাদের জয় নিয়ে ফিরতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। ‘হাই লাইন’ রক্ষণ কৌশল নিয়ে খেলা বার্সার বিপক্ষে প্রথমেই দুই গোলের লিড নেয় লেভান্তে। তবে দ্বিতীয়ার্ধে কাতালানদের ম্যাচে ফেরান পেদ্রি ও ফেররান তোরেস। এরপর লেভান্তের এক ফুটবলের আত্মঘাতী গোলেই জয় নিয়ে ফিরেছে বর্সেলোনা।
তিন বছর পর লা লিগায় ফেরা লেভান্তের বিপক্ষে ম্যাচজুড়ে বার্সেলোনা ৮৩ শতাংশ পজিশন নিয়ে শট নেয় ২৬টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে লেভান্তের নেওয়া ৮ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।
বার্সেলোনার আক্রমণাত্মক ধারার ফুটবলের বিপরীতে পাল্টা আক্রমণের কৌশলকেই বেছে নেয় লেভান্তে। যেটি তারা ঠিকভাবেই কাজে লাগিয়েছে। ম্যাচের ১৫ মিনিটে জেরেমির পাস থেকে ইভান রোমেরো গোল করে এগিয়ে নেন লেভান্তেকে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে বাল্দের হাতে বল লাগায় পেনাল্টি পায় লেভান্তে। ভিএআর দেখে দেওয়া সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এরপর স্পটকিকে মোরালেস নোগালেস লিড দ্বিগুণ করেন স্বাগতিকদের।
বিরতির পর অবশ্য বার্সার ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ৪৯ মিনিটে গোল করে ব্যবধান কমান পেদ্রি। মিনিট তিনেক বাদেই সমতায় ফেরে বার্সা। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল দারুণ ভলিতে তোরেস দ্বিতীয় গোলটি করেন। তবে ২-২ সমতায় থাকা ম্যাচে তাদের জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের যোগ করা সময় পর্যন্ত। তবে সেই গোলটি এসেছে লেভান্তের ডিফেন্ডারের আত্মঘাতী গোলে।
মৌসুমের প্রথম দুই ম্যাচ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বার্সেলোনা। পরবর্তী ম্যাচে আগামী রোববার দিনগত রাতে তারা রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে।