দিল্লি এয়ার কার্গোর মাধ্যমে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিল ভারত। এ বিষয়ে অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।
সিবিআইসির বিবৃতির বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। খবরে বলা হয়েছে, আগ্রহী পক্ষগুলোর আবেদন খতিয়ে দেখার পর ২০২০ সালের ২২ জুনের ২৯/২০২০-কাস্টমস সার্কুলারটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআইসি। এতে ভারত তার ভূখণ্ডের মাধ্যমে (দিল্লি এয়ার কার্গোর মাধ্যমে) তৃতীয় দেশে বাংলাদেশকে পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে। চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে জানানো হয়েছে।
সংশোধনী বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ডের তরফে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
আগের নিয়মানুযায়ী, ২০২০ সাল থেকে পেট্রাপোল স্থল সীমান্তের শুল্ক স্টেশন থেকে সড়কপথে কলকাতা বিমানবন্দর হয়ে তৃতীয় কোন দেশে আকাশপথে ট্রানজিটের সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। নতুন নিয়মে পেট্রাপোল স্থল সীমান্তের শুল্ক স্টেশন থেকে সড়কপথে দিল্লির এয়ার কার্গো কমপ্লেক্স হয়ে তৃতীয় দেশে ট্রানজিটের সুবিধা পাবে বাংলাদেশ।
দিল্লির ক্যাল লজিস্টিকস সলিউশনস এর সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক বিনীত মালহোত্রা জানিয়েছেন, ‘ভারত উপমহাদেশে দিল্লি এয়ার কার্গো একটি অন্যতম প্রধান বিমান মালবাহী হাব। দেখতে ভারতের মাধ্যমে ট্রানজিট সুবিধা পাওয়ায় বাংলাদেশি রফতানিকারকদের জন্য খরচ বেশ কিছুটা সাশ্রয় হবে, কারণ এক্ষেত্রে তাদের এয়ার কার্গো ভাড়া অনেকটাই কম, তাছাড়া দিল্লি এয়ার কার্গোর মাধ্যমে ট্রানজিটের সুবিধা পাওয়ায় আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে।’
বিনীত মালহোত্রার মতে, ‘ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়াসহ বিশাল বাজারে বাংলাদেশ সরাসরি পৌঁছাতে পারে না। কিন্তু দিল্লি এয়ার কার্গোর মাধ্যমে ট্রানজিটের সুবিধা পাওয়ায় এসব বিস্তৃত বাজার বাংলাদেশের রফতানিকারকদের হাতের নাগালে চলে আসবে।’