দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সয়াবিনের বোতলের গায়ে লেখা দাম তুলে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার নগরীর উপশহর নিউমার্কেট এলাকার ‘রইস উদ্দিন স্টোরে’ অভিযান চালিয়ে মালিককে ৩০ হাজার টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুধু ঐ দোকানেই নয়, অভিযোগ উঠেছে, বাজারে তেলের দাম বাড়ানোর ঘোষণায় রাজশাহীর অনেক ব্যবসায়ী মজুত সয়াবিনের বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ঘষে তুলে ফেলছেন। পরে সেই তেলের বোতল বেশি দামে বিক্রি করছেন। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত ও ব্যবসায়ীরা অধিক লাভবান হচ্ছেন। এমন পরিস্হিতিতে বাজার স্বাভাবিক রাখতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।