শেষ পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সঙ্গে হাত মিলাতে ৩৯৫ জন কয়েদিকে নিযুক্ত করেছে দেশটির প্রশাসন। আর এ ঘটনাকেই যুক্তরাষ্ট্রে ভণ্ডামি বলছে রাশিয়া।
নিউ্য়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছোটখাট মামলায় আটক কয়েদিদের দিয়ে এই আগুন নেভানোর কাজ করানো হচ্ছে। খবর তাসের।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে দাবানলটি লস অ্যাঞ্জেলেসজুড়ে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে থাকে। এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে যুক্তরাষ্ট্রের দাবি, ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের (সিডিসিআর) নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা স্বেচ্ছাসেবী কর্মসূচির অংশ হিসেবে এসব বন্দিকে সেখানে মোতায়েন করা হয়েছে।
এসব ক্যাম্পে ‘বন্দি-দমকলকর্মীর’ সংখ্যা এক হাজার ৮৭০ জন। ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে যুক্ত হওয়া বন্দিরা মূলত এসব ক্যাম্প থেকেই আসা।