ভূমধ্যসাগরীয় দাবানলের কারণে আলজেরিয়া, ইতালি ও গ্রিসে ৪০ জন নিহত হয়েছেন। এ কারণে বিভিন্ন গ্রাম ও ছুটি কাটানোর রিসর্ট হুমকির মুখে পড়েছে। এছাড়া হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
গ্রিসের কর্ফু এবং ইভিয়াতেও আগুন ছড়িয়ে পড়ায় পুরো রোডস দ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বর্তমান দীর্ঘ তাপপ্রবাহে কোনো প্রশান্তি দেখা যাচ্ছে না – গ্রিসের কিছু অংশে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেন্টিগ্রেড-এর ওপরে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতালির সিসিলি এবং পুগলিয়ায় হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে এ দাবানল।
প্রবল বাতাস ও শুষ্ক গাছপালার কারণে আগুন দ্রত ছড়াচ্ছে। অনেক এলাকায় অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। দাবানল সামলাতে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃতের সংখ্যা আলজেরিয়ায়। সেখানে আলজিয়ার্স শহরের পূর্বে উপকূলীয় প্রদেশ বেজাইয়াতে উদ্ধারকাজের সময় আগুনে পুড়ে ১০ জন সৈন্যসহ মোট ৩৪ জন নিহত হয়েছেন। দাবানলে বেজাইয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সেখানে দাবানলে মোট ২৩ জন নিহত হয়েছেন।
এ বিষয়ে আলজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে ৮০ শতাংশ দাবানল নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি বিশাল অগ্নিনির্বাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় আট হাজার কর্মী, কয়েক শ’ অগ্নিনির্বাপক সরঞ্জাম ও কিছু বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে।