আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী দক্ষিণ কোরিয়ায় বসছে ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব’। যে উৎসবটি গত ২১ বছর যাবৎ বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। এই উৎসবেই ঢালিউড সিনেমা ‘ময়না’মনোনয়ন পেয়েছে। সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয়ে করেছেন রাজ রিপা। সংবাদমাধ্যমকে তিনিই এই তথ্য নিশ্চি করেছন। পাশাপাশি বিষয়টি জানিয়েছেন পরিচালকও।
এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩ এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ওই উৎসবে।
জাজের ব্যানারে নির্মিত হয়েছে ‘ময়না’। এর প্রযোজক হিসেবে আছেন প্রতিষ্ঠানটির সিইও মো. আলিম উল্যাহ খোকন। এটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, জিলানী, শিশির, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
‘ময়না’ সিনেমার মাধ্যমেই রাজ রিপার নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হবে। রাজ রিপা ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমাতেও অভিনয় করেছেন। যা এখনও নির্মানাধীন রয়েছে।