দক্ষিণি সিনেমা অভিষেক হচ্ছে দীপিকা পাড়ুকোনের। ছবির নাম— প্রজেক্ট কে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তাবড় তারকারা। জানা যাচ্ছে, ছবিটি দুই ভাগে নির্মিত হচ্ছে।
ছবিতে দীপিকার অভিনয়ের খবর প্রকাশের পর অনুরাগীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বেশ চর্চা হচ্ছে ছবিটি নিয়ে। এদিকে এতে দীপিকার পারিশ্রমিক নিয়েও কৌতূহল রয়েছে তাদের।
ভারতীয় গণমাধ্যম মারফত শোনা যাচ্ছে, প্রথম তেলুগু ছবির জন্য দীপিকার প্রায় ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন। কল্পবিজ্ঞান ঘরানার ছবি ‘প্রজেক্ট কে’।
ভারতীয় মহাকাব্য মহাভারত ও তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি নাগ অশ্বিন পরিচালিত ছবির চিত্রনাট্য। ছবিতে অশ্বত্থামার মতো এক চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। করণের আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করবেন প্রভাস। তবে দীপিকার চরিত্র নিয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেননি ছবির নির্মাতারা।