গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানায় পুলিশ কনস্টেবলের নির্যাতনের শিকার নারীর গর্ভপাতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ। শনিবার সন্ধ্যায় মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির ওই কমিটি করেন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপকমিশনার (উত্তর) জাকির হাসান জানান, জিএমপির ডিসি (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. মিজানুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) খাইরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার। উল্লেখ্য, গত ১ মার্চ দুপুরে লাবণী আক্তার নামে এক মামলার বাদী মামলাসংক্রান্ত কাজে কাশিমপুর থানায় যান। সেখানে রুমা নামের এক কনস্টেবলের সঙ্গে বাগবিতণ্ডা হলে লাবণীকে চড় দেন রুমা। এ সময় লাবণীও রুমাকে লক্ষ্য করে চেয়ার ওঠান।
এ সময় অন্য একজন ব্যক্তি চেয়ার কেড়ে নেন। পরে রুমা লাবণীকে পাশের রুমে নিয়ে বেধড়ক মারধর এবং পেটে লাথি দেন। বাসায় আসার পর আঘাতের কারণে সন্ধ্যার দিকে অন্তঃসত্ত্বা ওই নারীর অতিরিক্ত রক্তক্ষরণ ও গর্ভপাত হয়। বর্তমানে (চার দিন ধরে) লাবণী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন।