ইসরায়েলে শনিবার দিনভর অন্তত ১৩০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যুদ্ধরা। সঙ্গে ছিল ড্রোন হামলাও।
লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে, শনিবার গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এবং লেবাননকে রক্ষার জন্য ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এ অভিযান চালিয়েছে।
ইসরায়েলের ‘গুপ্তচর ইউনিট-৮২০০’ ঘাঁটি সাইবার যুদ্ধের দায়িত্বে রয়েছে। এই ‘গুপ্তচর ইউনিটটি শুধু যে কেবল ইসরায়েল সরকারের সবচেয়ে বড় গোয়েন্দা ইউনিট তা নয়, একইসঙ্গে তা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটও।
গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনও চলছে। হিজবুল্লাহ, সেদেশের বেসামরিক লোকদের লক্ষ্য করে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক অবস্থান এবং ইহুদি বসতিগুলোর ওপর অসংখ্য অভিযান চালিয়েছে।