নিহত জলিল (২৪) উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে ও ইয়াসীন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল গ্রামের কেতাব আলীর ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়, পুলিশ ও বিজিবি জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার উপজেলা রনচন্ডী বিজিবি ক্যাম্পের দরগাসিং সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। এর মাঝে ভারতীয় বিএসএফ ওই যুবকদের মরদেহ ভারতে নিয়ে চলে যায়। নিহতরা অবৈধভাবে গরু আনতে তারকাটা কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা যায়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, নিহত দুইজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি, তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলিতে করে হত্যা করে তাদের মরদেহ ভারতে নিয়ে যায়।
লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমরা দেখছি।