বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে বলে জানা গেছে।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতির সময় কুখ্যাত শাহিন বাহিনীর প্রধানসহ পাঁচ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা, ও তিনটি বোটসহ তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।