মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়ে অন্যান্য দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের অবস্থান সার্বিকভাবে সন্তোষজনক। তার মধ্যেও অনেক ভুলত্রুটি আছে। আমাদের বলা হয়েছে, ‘তোমরা যদি উত্তরণ ঘটাও, অন্যান্য দেশ সাহস পাবে। এতে দেশ হিসেবে আমাদের গৌরব একটু বাড়বে। সে জন্য কিছু প্রস্তুতি লাগবে, আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।’
শেষমেশ যদি মনে হয়, কিছু কিছু বিষয় একেবারেই সমাধান করা যাবে না, তখন ভেবে দেখা যাবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
এদিকে গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক বাংলাদেশ সফর করে গিয়ে লিখেছেন, বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে। তিনি কেন এ কথা বললেন, আপনাদের কী মনে হয়, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ খাদের কিনারায় ছিল। সেই কিনারা থেকে আমরা ফিরে এসেছি।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ওনারা কত কিছু লেখেন।’ এ কথা বলে তাঁর প্রশ্ন, ‘বাইরের সবাই কি সবকিছু জেনেশুনে লেখেন? তাঁরা মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই লেখেন। অর্থনীতির বিষয়ে আমি জানি, ভেতরে কী হচ্ছে, এত হতাশ হওয়ার কারণ নেই।’