ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও ওদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব হয়েছেন সাংবাদিকরা। রাজপথে নামছেন তারা। আজ মঙ্গলবার বেলা আড়াইটার সময় রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হবেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন সাংবাদিক বুলবুল আহমেদ জয়।
বিতর্কিত অভিনেত্রী তিশার আচরণে রুষ্ট দেশের সাংবাদিক সংগঠনের নেতা ও সদস্যরা। জানা গেছে, এই প্রতিবাদে যোগ দেবেন তারা। এরপর বিকেলের দিকে ডিবি অধিদফতরে তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। সেইসঙ্গে পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে।
ঘটনার সূত্রপাত তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর থেকে। সেসময় সংবাদকর্মীদের এক হাত নেন তিশা। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি। বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমকে এ হুমকি দিয়েছিলেন তিশা। পরে গতকাল সোমবার ডিবি কার্যালয়েও তামিমকে নিয়ে অপেশাদার বক্তব্য দেন এ অভিনেত্রী।