সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠিসাতবাড়ীয়া গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল। ঢাকায় কাজ করতেন। দুইমাস আগে বস্তা মাথায় নিয়ে তিনতলা থেকে নামতে গিয়ে ঘাড়ে আঘাত পান।
পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজ্জ্বল। স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন মুনিরা বেগম। সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারছিলেন না।
অসহায় এই তিন শিশুর পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভিন্ন জনের কাছ থেকে ৭৩ হাজার টাকা অর্থ সংগ্রহ করেন। পরে ওই টাকায় একটি গরু ও তিনটি ছাগল কিনে দেন মামুন বিশ্বাস। এ সময় নগদ সাড়ে ছয় হাজার টাকাও তুলে দেওয়া হয়।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে এগুলো অসহায় পরিবারটির কাছে হস্তান্তর করেন মামুন বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠিসাতবাড়ীয়া গ্রামে মৃত উজ্জ্বল। প্রায় দুইমাস আগে ঢাকায় কাজ করতে বস্তা মাথায় নিয়ে তিন তলা থেকে নামতে গিয়ে ঘাড়ে আঘাত পান।
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, মানবতার টানে ছুটে চলি। ফেসবুকের মাধ্যমে সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য কিছু করতে পারলেই আমার ভালো লাগে। তিনি আরও বলেন, এতিম সন্তানসহ পরিবারের চার সদস্যের জন্য এটা সামান্য উপহার হিসেবে দিয়েছেন আমার ফেসবুক বন্ধুরা। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
এ বিষয়ে মৃত উজ্জ্বলের স্ত্রী মুনিরা বেগম বলেন, আল্লাহ ছাড়া আমাদের কেউ আর নেই। মামুন বিশ্বাস আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার জন্য দোয়া করি তিনি যেন এভাবে অসহায়দের পাশে দাঁড়াতে পারেন।