গতকাল এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার। এমন সমীকরণের সামনে এস্পানিওলের মাঠে রোববার রাতে প্রত্যাশিত জয় পেয়েছে জাভি হার্নান্দেজরা। রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে ৪-২ ব্যবধানে জয় লাভ করে এবারের মৌসুমের শিরোপা নিজেদের ঘরে তুলেছে কাতালানরা।
শিরোপার সুবাস পাওয়া ম্যাচে প্রথমার্ধের ১১তম মিনিটেই স্বাগতিকদের জালে বল জড়ান পোলিশ তারকা লেভান্ডভস্কি। পিছিয়ে পড়ে এস্পানিওল ম্যাচে ফেরার প্রচেষ্টা উল্টো আরো কঠিন করে তুলে বার্সেলোনা।
ম্যাচের ২০ তম মিনিটে আলেক্স ব্যালদের গোলে ব্যবধানে দ্বিগুণ করে বার্সা। এরপর বিরতিতে যাওয়ার আগে ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন লেভান্ডভস্কি।
শিরোপার উল্লাসে মাতোয়ারা হতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো এস্পানিওলের জালে বল জড়ায়। এবার ৫৩তম মিনিটে ফরাসি তারকা জুল কুন্দের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জাভির দল।
২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হওয়া যখন সময়ের ব্যাপার ঠিক তখন ৭৩তম মিনিটে একটি গোল পরিশোধ করে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ৯০ তম মিনিটে সান্তনাসূচক আরেকটি গোল করেন জশেলু। ৪-২ গোলের জয়ে লা লিগার শিরোপা আবারো পুনরুদ্ধার করে বার্সেলোনা। এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে কাতালানদের পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২০১৮-১৯ মৌসুমের পর আবারো নিজেদের ঘরে শিরোপা তুলল বার্সেলোনা।