একবার নয় দুবার নয়, এ নিয়ে তিনবার মৃত্যুর গুজব ছড়াল জনপ্রিয় ভোজপুরি লোকসংগীত গায়িকা সারদা সিনহার। শনিবার (১৭ জুন) আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মারা গেছেন পদ্মভূষণ প্রাপ্ত এই সংগীতশিল্পী। পরে সেই গায়িকা নিজে পোস্ট করে জানান তিনি একদমই ঠিক আছেন।
বারবার নিজের এমন মৃত্যুর খবর ছড়ানোয় বেশ বিরক্ত তিনি। এদিন বিরক্তি প্রকাশ করে ফেসবুকের পাতায় সারদা লেখেন, ‘প্রতিবছর লোকজন আমায় নিয়ে ভুয়া খবর ছড়ায়। প্রতিবছর একই গুজব রটে যে আমি নাকি মারা গেছি। এই সব খবর আমায় ভীষণ কষ্ট দেয়। ২০২০ সাল থেকে এই নিয়ে তৃতীয়বার আমার মৃত্যুর খবর ছড়াল। এখনো পর্যন্ত বিহারের সাইবার সেলের অফিসাররা অভিযুক্তকে চিহ্নিত করতে পারেননি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার ছেলে অংশুমান এই খবরের বিষয়ে আমায় জানাল। ওর থেকেই শুনলাম আমায় নিয়ে আবার এরকম মিথ্যা, ভুল খবর রটেছে ফেসবুকের পাতায়।’
এর আগে, ২০২০ সালের ২৫ আগস্ট একইভাবে ফেসবুকে তার মৃত্যুর খবর আচমকাই রটে যায়। তখন জানানো হয় এই গায়িকা নাকি করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেই সময় আসলে একই নামের আরেক ব্যক্তি মারা গিয়েছিলেন। এরপর ২০২২ সালের ৫ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো মৃত্যুর গুজব ছড়ায় সারদা সিনহার। এরকম রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের জোর পদক্ষেপ চান এই সংগীতশিল্পী।