তিন ঘণ্টা পর থামলো রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর আগুন। ফায়ার সার্ভিস এর ডিউটি অফিসার জানান, সংস্থাটির ১৩ টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণ এসেছে।
বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পরে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি কাচ্চি ভাই নামক একটি রেস্তোরাঁর।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পান।
ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লাগে ৬ মিনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একেএকে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
সবশেষ মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আটকে পড়াদের উদ্ধার করেন। নারীসহ মোট ৬৫ জনকে জীবিত উদ্ধারের তথ্য জানানো হয়েছে। তাদেরকে বিশেষ কায়দায় নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।