তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়ের ভোটার তালিকায় নাম নেই। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থী হতে তিনি ভোটার তালিকা সংগ্রহ করে এটি দেখতে পান। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন সাবেক এই চেয়ারম্যান।
দেবেশ চন্দ্র রায় মরিচা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে। তিনি বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিষয়টি জানার পর তার সমর্থকসহ এলাকার ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
বিষয়টি নির্বাচন অফিসে জানালে তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, তার ভোটার স্বত্ব বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের পরিবর্তে ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামে স্থানান্তর করা আছে।
দেবেশ চন্দ্র রায় বলেন, আমার জনপ্রিয়তায় বিরোধী পক্ষ আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই আমার অজ্ঞাতে জালিয়াতির আশ্রয় নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। এটি পুরোপুরি অন্যায়। আমি বংশানুক্রমে বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নের বাসিন্দা। তা ছাড়া আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। আমি ফুলবাড়ীতে ভোটার হতে যাব কোন দুঃখে?
মরিচা ইউনিয়নের ভোটার মৃত জীবন কৃষ্ণ দাশের ছেলে রতন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, এতে এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, মোহাম্মদপুর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন।