তারেক রহমান চাইলেই দেশে আসতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারতো দেশে আসতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যেকোনো সময় চাইলেই আসতে পারেন।
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে জন্য সকলকে সচেতনতামূলক মুখে মাস্ক পরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে তার।