দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারদের রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। আজ রোববার (৬ এপ্রিল) পালিত হচ্ছে আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবস। সেই উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত র্যালিতে অংশ নিয়েছে বিসিবি। র্যালি শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম-মুশফিক-মাহমুদউল্লাদের রোল মডেল বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেছেন, ‘যখন একটা খেলা জনপ্রিয় হয়, সেখানে আদর্শ তৈরি হয়। সেখানকার খেলোয়াড়দের দেখে সবাই চিন্তা করে তাদের মতো হতে। আমাদের ফুটবলে একটা সময় এমনটা হয়েছিল। এখন ক্রিকেটে যেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর মতো হতে চায় সবাই। তারা এখন রোল মডেল।’
খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে বিসিবি সভাপতি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন অপেক্ষা করতাম বিকেল ৪টা থেকে ৬টার জন্য। সারাদিন অপেক্ষায় থাকতাম কখন সময়টা আসবে। খেলাধুলা একটা স্পিরিট। এটার আগ্রহ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাতে তরুণরা বিপথে যাওয়ার হাত থেকে বাঁচতে পারবে।’