গণমাধ্যমের এমণ প্রশ্নের জাবারে সুজন জানান, ‘আমি ভালোটা দেখি যে আমাদের লোকাল ছেলেদের পারফরম্যান্সটা। মাহমুদউল্লাহ যেভাবে শেষ ম্যাচে ব্যাটিং করল এটা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক, আমি বলব তরুণদের জন্য। যারা তরুণ যারা খেলছে, তাদের জন্য অনুপ্রেরণাদায়ক ইনিংস যেভাবে সে ব্যাট করেছে। এভাবে এমন ফ্রি ব্যাটিং করা দারুণ, আসলে আমি মনে করি এভাবে যদি আমরা খেলতে পারি।’
সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে হেরে আছে টানা পাঁচ ম্যাচ। তারা যেন কোনোভাবেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। জাতীয় দলের অধিনায়কত্বে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের দেখা গেলেও বিপিএলে তাদের কাঁধে উঠল না নেতৃত্বভার। এমন প্রশ্নের জবাবে সুজন শোনালেন নিজের অবাক হওয়ার কথা।
‘এটা ফ্র্যাঞ্চাইজির চিন্তা-ভাবনা, কেন শান্ত ক্যাপ্টেন না। আমিও একটু সারপ্রাইজড হয়েছি। মাশরাফি আমাদের ওয়ান অব দ্য বেস্ট লিডার, কিন্তু আমি আশা করেছি যে সিলেট দলে শান্তর ক্যাপ্টেন্সি করাটাই ভালো হত। যেহেতু সে বর্তমান অধিনায়ক, নিউজিল্যান্ড ট্যুর করে আসল। আমি যদি হতাম সেটাই চিন্তা করতাম।’