এই পরিস্থিতিতে ট্রাস্ট কর্তৃপক্ষ আবারও সুযোগ দিয়েছে ভুল সংশোধনের। এবার শিক্ষার্থীদের অবহিত করে সংশোধিত মোবাইল একাউন্ট নম্বর ও প্রাসঙ্গিক প্রমাণসহ তথ্য আগামী ২১ আগস্টের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।
মূলত, ২০২৫ সালে মাধ্যমিক ও সমমান (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি), ২০২৪–২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস ও অনার্স) ও সমমান পর্যায়ের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হয়। তবে একাউন্ট সচল না থাকা বা ভুল নম্বর ব্যবহারের কারণে সহায়তার টাকা পাঠানো যায়নি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, বাউন্সড শিক্ষার্থীদের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে। একইসঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তথ্য হালনাগাদ করে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত একাউন্ট নম্বর না পাঠানো হলে শিক্ষার্থীরা ওই টাকার সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।