বুধবার (১৪ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ মে) রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রমনা কালীমন্দির এলাকায় সাম্যর মোটরসাইকেলের সঙ্গে এক যুবকের ধাক্কা লাগে। এ নিয়ে শুরু হয় তর্ক। পরে ওই যুবক ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭-৮ জন যুবক এসে হঠাৎ সাম্যর ওপর চড়াও হয়। তারা অস্ত্র দিয়ে সাম্যকে মারধর করে এবং ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রমনা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হামলাকারীদের কয়েকজনও আহত হয়েছিল। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাদের শনাক্ত করে এবং সেখান থেকেই গ্রেফতার করা হয়।
ঘটনার পরপরই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। পরে ছাত্রদলের অন্য নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গিয়ে এ বিষয়ে প্রতিকার দাবি করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে পূর্বপরিকল্পিত কোনো উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।