ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান। তিনি বলেন, অধ্যাপক আব্দুর রহমান ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটায় মারা যান।
অধ্যাপক আব্দুর রহমানের মামাতো ভাই ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান আকন বলেন, মৃত্যুকালে উনার বয়স ছিল আনুমানিক ৭৮ বছর। নারায়ণগঞ্জে সকাল ৯টায় তার প্রথম এবং বেলা ৩টায় নরসিংদীর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন গুণী শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে উনার অবদান অপরিসীম। তিনি কলেজ এবং স্কুলের জন্য সহজ ভাষায় বেশ কয়েকটি গণিতের বইও রচনা করেছেন। এ সময় উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।