গাজীপুরের কালিয়াকৈর চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার শ্রমিকরা বুধবার সকালে ২১ দফা দাবিতে কর্ম বিরতি দিয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলনকারীরা কারখানার মূল ফটক অতিক্রম করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এসে অবস্থান করে। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়,সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আন্দোলনকারীরা জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও সমাধান পাননি। এজন্য আন্দোলনে নেমেছেন তারা। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রশাসন দ্রুত সমাধানের আশ্বাস দিলেও, শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা উৎপাদন কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ প্রশাসন আলোচনা শুরু করার জন্য মহাসড়ক থেকে আন্দোলনকারীদের কারখানার ভেতরে নিয়ে যায়। এতে দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।