বাংলাদেশে হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সেটা হচ্ছে না। অবশেষে গতকাল সাফের সভায় পরবর্তী সাফের ভাগ্য নির্ধারণ হয়েছে। খেলা হবে মালদ্বীপে। ১-১২ অক্টোবর। বাংলাদেশে গত বছরই এই সাফ হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সাফ আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি পেছাতে পেছাতে এখন আর বাংলাদেশেই হবে না এই টুর্নামেন্ট। কারণ, করোনার যে পরিস্থিতি তাকে সবকিছু একটা সূত্রে সাজানোর সুযোগ কমে গিয়েছে।
সেই সঙ্গে যোগ হয়েছে ভেন্যু সংকট। কারণ আন্তর্জাতিক এই খেলাটি ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করা হচ্ছে। তার আগে খেলা সম্ভব হচ্ছে না। অন্য কোনো ভেন্যুতে খেলা আয়োজন করতে গেলে সব রকম সুযোগ সুবিধা থাকা দরকার এবং বিশেষ করে ঢাকার বাইরের ভেন্যুতে হতে হলে যাতায়াত ব্যবস্থা নিয়েও নিশ্চিত হতে হবে। করোনার মধ্যে সেই সুযোগ কম। আশপাশের দেশগুলোর মধ্যে মালদ্বীপ একটু নিরাপদ মনে করা হচ্ছে। আক্রান্তের হার কম। টিকা গ্রহণের হারও অনেক বেশি। সেখানে এএফসি কাপের খেলা হচ্ছে। অক্টোবরে সাফ হতে পারে। তারাও রাজি হয়েছে।