দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আসরে টাইগারদের চতুর্থ হারের পর আজ দুপুরে জানা যায়, হঠাৎ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মাঝপথে হুট করে কেন দেশে আসলেন টাইগার অধিনায়ক এ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয় জল্পনা-কল্পনা। তপবে জানা গেছে, নিজের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে একান্তে অনুশীলন করতেই দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচদের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর মাঠে নামবে টাইগাররা। আর দেশে অনুশীলন শেষে সাকিব ফের দলের সঙ্গে যোগ দেবেন ২৭ অক্টোবর।
এদিকে সাকিবের দেশে ফেরা নিয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বিসিবি। তবে জানা গেছে, কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে আজ দুপুরে তিন ঘন্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। আগামী দুই দিনও টাইগার অধিনায়কের এমন অনুশীলন চলবে বলেই জানা গেছে।
এদিকে দেশে ফিরে সাকিবের অনুশীলনে কি কি বিষয় নিয়ে কাজ করেছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ’
এছাড়া ফাহিম আরও বলেন, ‘সে আগেও আমার কাছে এসেছে। এবারও ঢাকায় ব্যাটিং নিয়ে কাজ করবে। আরও অন্তত দুদিন সে ঢাকায় থাকবে এবং ব্যাটিং প্র্যাকটিস করবে। আমি তার সঙ্গে থাকবো, ব্যাটিং নিয়ে কাজ করবো।’
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রান তাড়ায় ব্যাট করতে নেমে বাজে শট খেলে আউট হয়েছেন সাকিব। আসরে উ পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৫৬ রান করেছেন টাইগার অধিনায়ক, বল হাতে নিয়েছেন ৬ উইকেট।