বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আসর বসবে কাতারে। তবে এর আগেই বিশ্বকাপের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেরাচ্ছে বিশ্বকাপের ট্রফিটি। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসের ৮ তারিখে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। আর এখানে অবস্থান করবে ৩৬ ঘণ্টা।
ফিফা বিশ্বকাপের ট্রফি পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণের উদ্দেশে বের হচ্ছে । এবার বিশ্বের মোট ৫১টি দেশে ভ্রমণ করবে ট্রফিটি। আর বাংলাদেশের আসছে দীর্ঘ নয় বছর পর।
ফুটবল বিশ্বকাপ ট্রফি কোকাকোলার স্পন্সরে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে । এটি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে এবং পরে সেটা নিয়ে আসা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সেটা সাধারণ মানুষের জন্য উন্মেচন করা হবে। সে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হবে বলে জানা গেছে।
ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া কোথায় যাচ্ছে না বিম্বকাপ ট্রফিটি। ব্রাজিল বিশ্বকাপের আগের বছর ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবারও কমার্শিয়াল পার্টনার ছিল কোকাকোলা। সেবার তিনদিন বাংলাদেশে অবস্থান করে ট্রফিটি। ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল হোটেল র্যাডিসনে। ব্রাজিল বিশ্বকাপের আগে এলেও পরেরবার রাশিয়া বিশ্বকাপের সময় আর বাংলাদেশে আসেনি।