সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ দুই দিনের সফরে শনিবার (১২ নভেম্বর) বিকালে ঢাকায় এসেছেন। তার এই সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হতে পারে।
সৌদি আরবে ২৫ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে। বাংলাদেশি কর্মীদের আকাম, নিরাপত্তা ইস্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশ পক্ষ আলোচনা করবে বলে জানা গেছে। সৌদি উপমন্ত্রী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ-মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপর সন্ধ্যায় তিনি সৌদি আরব ফিরে যাবেন।