হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা চারজন চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। পরে তাদের শরীরে পাওয়া ভাইরাসের ধরণ জানতে নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের এই স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, বিকেলে তারা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। একই ফ্লাইটে আসা ২০ জন চীনা নাগরিকের মধ্যে প্রথমে কয়েকজনের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ হয়। পরে র্যাপিড এন্টিজেন কিটে তাদের নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়।
বর্তমানে ওই ৪ চীনা নাগরিককে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।