মুম্বাইয়ে পুরোদমে চলছে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার আগে এর শুটিং শেষ করতে চান পরিচালক শ্যাম বেনেগাল।
সম্প্রতি ‘বঙ্গবন্ধু’ সিনেমা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে শুটিং স্পটের বিভিন্ন বিষয় উঠে এসেছে। পুরো উদ্যমে কাজ করছেন ৮৬ বছর বয়সী পরিচালক। সিনেমার বড় এক অংশ জুড়ে রয়েছে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু জাদুঘর’। সেই আদলে সেট সাজানো হয়েছে মুম্বাইয়ে। ৯ মার্চ সেই বাড়ির ভেতরে শুটিং হচ্ছিল।
১৯৭০-এর শুরুর এক ঘটনার শুটিং হচ্ছিল সেদিন। খাওয়ার টেবিলে বসে আছেন শেখ মুজিবুর রহমান। স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা খাবার তুলে দিচ্ছেন। কিন্তু বঙ্গবন্ধু খাচ্ছেন না। তার মনে পড়ছে ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কথা। এমন সময় জোরে শ্যাম বেনেগাল বললেন ‘কাট’।
মুম্বাইয় শুটিং শেষে ঢাকায় ফিরবে সিনেমার টিম। এখানে যুদ্ধের দৃশ্য আর জনসমাবেশের শুটিং হবে। তবে বিষয়গুলো পর্দায় তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং হবে পরিচালকের জন্য। শ্যাম বেনেগাল নির্মিত গান্ধী, সুভাষচন্দ্র, নেহরুকে নিয়ে সিনেমা করেছেন। সেই জায়গা থেকে তার ওপর পূর্ণ আস্থা রয়েছে সংশ্লিষ্টদের।
‘বঙ্গবন্ধু’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। রিয়াজ আহমেদকে দেখা যাবে তাজউদ্দীন আহমেদের চরিত্রে। এছাড়া বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।
অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা ফারদিন দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) প্রমুখ।