ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. মাহমুদ হাসান (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ২০১৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কারাগার থেকে মাহমুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন বলে একটি সূত্রে জানা যায়।
ওই হাজতিকে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা কারারক্ষী আব্দুল খালেক বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের এখানে নিয়ে আসতে বললে আমরা নিয়ে আসি। এখন তিনি মারা গেছেন। বাকিটা কর্তৃপক্ষ বলতে পারবে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ কারাগার থেকে এক হাজতিকে নিয়ে আসে কারারক্ষীরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।