স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে রাজধানীর বিখ্যাত জেট সেট নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় জনপ্রিয় মেরেঙ্গে শিল্পী রুবি পেরেজ এবং তার অর্কেস্ট্রা পারফর্ম করছিলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) উদ্ধার কাজ চলাকালীন তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।
জেট সেট নাইটক্লাবের ভেতরে তখন কমপক্ষে ৩০০ মানুষ ছিলেন। ছাদ ধসে পড়ার পর প্রাথমিকভাবে ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে রয়েছেন প্রাক্তন এমএলবি খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্লাঙ্কো। ডোটেলকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডোটেলের শিক্ষা প্রতিষ্ঠান “কলেজিও সাবিদুরিয়া ই বালুয়ার্তে” এক শোকবার্তায় জানিয়েছে, “তিনি আমাদের সকলের মনে অম্লান ছাপ রেখে গেছেন।”

এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ, যিনি এমএলবি তারকা নেলসন ক্রুজের আত্মীয়।
ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাডার দেশজুড়ে শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। পাবলিক ওয়ার্কস মন্ত্রী এদুয়ার্দো এস্ত্রেয়ার ছেলে এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
হল অফ ফেম বেসবল খেলোয়াড় পেড্রো মার্টিনেজ জানিয়েছেন, দুর্ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্য নিখোঁজ আছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমরা গভীরভাবে শোকাহত। যুক্তরাষ্ট্রে যাদের আত্মীয়-স্বজন ডোমিনিকান রিপাবলিকে রয়েছেন, তাদের জন্য আমাদের সমবেদনা।”

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, মঞ্চে সংগীত পরিবেশনের সময় ছাদের কিছু অংশ ধসে পড়ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ছাদ নিচে পড়ে যায়। চিৎকার আর ধ্বংসের শব্দে ছেয়ে যায় পুরো নাইটক্লাব।
ছাদের ধসের কারণ এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ, তবে বহু মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের বাইরে পরিবারের সদস্যরা স্বজনদের খোঁজে এখনও অপেক্ষায় আছেন।
এই মর্মান্তিক ঘটনায় অন্তত একজন মার্কিন নাগরিক এবং আরও কিছু মার্কিন বাসিন্দা নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ডোমিনিকান জনগণ ও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে।