বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে ৫০৬ জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ সদর দফতর। এ সময় অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় ১ হাজার ১৪১ জনকে।
গত ২৪ ঘণ্টার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, স্টিলের চাপাতি একটি, বার্মিজ চাকু দুটি, স্টিলের জং ধরা ছুরি একটি ও স্টিলের কিরিচ একটি।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।