২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের (বিডিএস) ভর্তির জন্য ৩৭ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে এসব প্রতিষ্ঠানে মোট ৫৪৫টি আসন রয়েছে। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টিতে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন। পার্বত্য তিন জেলার উপজাতিদের জন্য রয়েছে ৩টি এবং অন্যান্য জেলার উপজাতিদের জন্য রয়েছে ২টি আসন।
৫৪৫টি আসনের মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে রয়েছে সর্বোচ্চ ১১০টি আসন। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৬০টি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি, রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি, শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি আসন রয়েছে।
এর আগে গত ২৮ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। অনলাইনে আবেদনের সময় শেষ হয় ৮ এপ্রিল এবং ফি জমাদানের তারিখের শেষ দিন ছিল ৯ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে।