উন্নয়নশীল দেশগুলোর জোট ডি৮ দশম আসরের ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। অনলাইন মাধ্যমে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের তত্ত্বাবধানে প্রথমবারের মতো এই ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়। সোমবার (৫ এপ্রিল) ডি৮ জোটের আটটি দেশের প্রতিনিধিরা ছয়টি গ্রুপে ভাগ হয়ে এই সামিটে অংশ নেন। এসময় বিভিন্ন গ্রুপ ডি৮ জোটভুক্ত দেশগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের পাশাপাশি সেগুলো সমাধানেও বেশকিছু প্রস্তাবনা দেন। একইসঙ্গে এসব সমস্যা নিয়ে যুব সমাজ কীভাবে কাজ করতে পারে সে বিষয়েও আলোকপাত করেন অংশগ্রহণকারীরা।
এসব প্রস্তাবনার মধ্যে জোটভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে ডিজিটালাইজেশন, স্টার্টাপ ও উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজীকরণ, আধুনিক কৃষি পদ্ধতি এবং সমন্বিত উদ্যোগের প্রতি জোর দেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি জি৮ ভুক্ত দেশগুলোর যুব প্রতিনিধিদের নিয়ে একটি ‘কমন ইয়ুথ কাউন্সিল’ গঠনেরও পরামর্শ আসে এই সামিট থেকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইয়ুথ সামিটে অংশ নেওয়া যুবকদের অভিবাদন জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন আপনারা নিজেদের দেশে সেই স্বপ্নের ধারক ও বাহক আপনারা। আপনারা নিজ নিজ দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখবেন। আমরা চেষ্টা করেছি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া এবং সমাধান তুলে ধরতে পারেন। ইয়ুথ সামিট-২০২১ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটি ভালো পৃথিবী গড়ে তুলতে যুব সমাজকে তাদের মেধা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা। আপনারা সবাই এখান থেকে দারুণ কিছু বিষয় জানবেন এবং এখানকার অর্জিত আপনাদের নিজ নিজ দেশে প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করছি। অনলাইন সামিটে সভাপতিত্ব করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।