সিইসি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা। এজন্য তফসিল ঘোষণা করতে হবে, আর আমাদের হাতে প্রায় দুই মাসের সময় রয়েছে।’
তিনি জানান, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে, নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব হলে জুনে তফসিল ঘোষণা করা যেতে পারে। তবে, এটি সম্ভব হবে যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ৩৫ লাখ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুন মাসে শেষ হওয়ার কথা।
এছাড়া, সিইসি বলেন, ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন যে পরামর্শ দিয়েছে, তা তাদের দৃষ্টিভঙ্গি থেকে। তারা অত্যন্ত বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন, তবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক বিতর্ক এখন চলছে, আর নির্বাচন কমিশন এতে জড়িত হতে চায় না। প্রথমে ভোটার তালিকা হালনাগাদ হোক, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’