আগামী ডিসেম্বরের মধ্যে দখলকৃত ২৪টি মাঠ উদ্ধার করে পার্ক ও খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হবে, এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেযর আতিকুল ইসলাম। রোববার (২৭ নভেম্বর) সকালে সরকারি তিতুমীর কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে চেষ্টা চলছে। ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করতে চান বলেও জানান মেয়র।
এ সময় বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে নারী ফুটবলাদের অর্জনের কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, খেলাধুলায় ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও সম্পৃক্ততা বাড়াতে হবে। এজন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণাও দেন তিনি।