রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৌফিক এনামের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন তৌফিক এনামের বাবা সিনিয়র ফিজিওথেরাপিস্ট আক্তারুজ্জামান মিয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন—কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. আব্দুল ওহাব খান, ল্যাব এইড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডিপার্টমেন্টের ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং বিআরবি হাসপাতালের হেপাটো বিলিয়ারি সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন সাংবাদিকদের এসব তথ্য জানান।